শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুদানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:০৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

সুদানে সরকারবিরোধী আন্দোলন সহিংস আকার ধারণ করেছে। বিক্ষোভ দমাতে বল প্রয়োগ করছে সরকার। দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৩৭ জন নিহত হওয়ার খবর দিয়েছে।

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে সরকারি মুখপাত্র বশারা জুমা বলেন, নিরাপত্তা বাহিনীর দুইজন সহ মোট ১৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২১৯ জন। এর আগে নয় জনের মৃত্যুর কথা বলেছিল সরকার।

মূলত রুটির দাম বৃদ্ধিকে কেন্দ্র করে গত ১৯ ডিসেম্বর থেকে রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করছে সুদানের হাজার হাজার নাগরিক। চলতি বছর রুটির ওপর ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেয় সুদান সরকার। এ ঘোষণার পর এক পাউন্ডের রুটির দাম বেড়ে তিন পাউন্ড হয়ে গেলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রথমে রাজধানীর বাইরে বিক্ষোভ শুরু হলেও ক্রমেই তা খার্তুমে ছড়িয়ে পড়ে।

এর আগে বৃহস্পতিবার সুদানের সাংবাদিকদের সংগঠন ‘সুদানিজ জার্নালিস্টস নেটওয়ার্ক’ বিক্ষোভকারীদের ওপর সরকারি দমন-পীড়নের প্রতিবাদে তিন দিনের ধর্মঘটের ডাক দেয়। এছাড়া সরকারের বিরুদ্ধে সংবাদপত্রের স্বাধীনতার ওপর আঘাতের অভিযোগও আনে সংগঠনটি। তাদের অভিযোগ, সরকার হরহামেশা সাংবাদিকদের হয়রানির লক্ষ্যবস্তু বানায়।

সুদানের ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি নামের সরকারি সংস্থাটি প্রায়ই সংবাদপত্র জব্দসহ নানা দমন পীড়ন মূলক কাজে নেৃতত্ব দিয়ে থাকে। চলমান বিক্ষোভেও তারাই নির্যাতন চালিয়ে আসছে।