মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪   কার্তিক ২১ ১৪৩১   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাতারাতি স্টার হয়ে গেলেন সেই রানু ‘পাগলি’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

কিংবদন্তি শিল্পী লতা মুঙ্গেশকরের গান গেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন এক ‘পাগলি’ নারী। ‘এক পেয়ার কি নাগমা হে’ অন্তরের সবটুকু দরদ ঢেলে গানটি গেয়েছেন রানু ‘পাগলি’। গানটি সোশ্যাল মিডিয়ায় এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। 

'বার্পেতা টাউন দ্য প্লেস অব পিস' নামের এক ফেসবুক পেজ ভিডিওটি শেয়ার করেছে। রোববার ভিডিওটি শেয়ার হয়।  

ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটের রানু এখন সোশ্যাল মিডিয়ার ‘সুরসম্রাজ্ঞী’।  

 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর রানুর গান শুনে একের পর এক ফোন আসছে সুদূর দিল্লি-মুম্বাই থেকেও। এরইমধ্যেই মুম্বাইয়ের এক টেলিভিশন চ্যানেল ফোন করে আমন্ত্রণ জানিয়েছে রানুকে। 

যার দু’বেলা দু’মুঠো ভাতের জোগাড় হয় না, তার সঙ্গে কীভাবে এত দূর থেকে যোগাযোগ করা সম্ভব? ঠিক এখানেই এগিয়ে এসেছেন এক সহৃদয় ব্যক্তি। তিনি রানুর প্রতিবেশী তপন দাস।  

রানুর এক মেয়েও রয়েছে। নাম স্বাতী রায়। ৪ বছর হয়েছে মেয়েকে দেখেননি। তার সঙ্গে নাকি কথাও হয়েছে মেয়ের। সে কথা দিয়েছে মাকে দেখতে আসবে। কিন্তু কবে আসবে, তা জানা নেই। একমাত্র মেয়ের পথ চেয়েই রানাঘাট স্টেশনে অপেক্ষারত রানু। 

গান গেয়ে রাতারাতি স্টার হয়ে গেলেও রানুর পা কিন্তু এখনো মাটিতে। সহজ-সরল হাসিমাখা মুখটি দেখে অনেকেই মায়ায় পড়ে গেছেন। রানাঘাট স্টেশন চত্বরে এমন এক নারীর দেখা পেয়ে সত্যিই তাজ্জব রেলযাত্রীরা। এক যাত্রীই তার সঙ্গীত সাধনার ভিডিও তুলে শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। 

 

ফোনে রেকর্ড করে নিয়ে যাচ্ছেন তার গান। আর তিনি আপনমনে গেয়ে চলেছেন, ‘জিন্দেগি অউর কুছ ভি নহি, তেরি-মেরি কাহানি হ্যায়…’৷

‘বার্পেতা টাউন দ্য প্লেস অব পিস’ নামের এক ফেসবুক পেজ রানুর গাওয়ার গানটির ভিডিও শেয়ার করে। রোববার ভিডিওটি শেয়ারের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পেজটির মালিক কৃষান দাস জুবুর সঙ্গে কথা বলেন। 

তিনি বলেন, ভিডিওটি পশ্চিমবঙ্গের রানাঘাট রেলওয়ে স্টেশনে ধারণ করেন কলকাতার অতিন্দ্র নামের এক ব্যক্তি। পরে তপন নামের আরেক ব্যক্তি ভিডিওটি তার কাছে পাঠিয়ে দেন। 

ভিডিওটি দেখতে ক্লিক করুন