রাজধানীসহ পাঁচ স্থানে দুদকের অভিযান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৬ এএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়সহ দেশের পাঁচ স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার এসব অভিযান হয় বলে জানিয়েছেন দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
দুদক জানায়, বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম পেয়েছে দুদক। অভিযানের সময় দুদক টিম সেখানকার পাঁচ জন চিকিৎসকের মধ্যে দুজনকে উপস্থিত পায়। আর ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৫ বছরে সিভিল সার্জন এই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেননি বলে জানতে পারে দুদক। স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুম স্যাঁতস্যাঁতে এবং ওই পরিবেশেই খাবার স্যালাইন রাখা হয়েছে।
এদিকে, পাবনা সমাজসেবা অফিসের উপ-তত্ত্বাবধায়কের বিরুদ্ধে সরকারি বাসায় বসবাস করে বাড়িভাড়া কর্তন না করার অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। দুদক টিম নথিপত্র পর্যালোচনা করে এর প্রমাণ পায়। এ অনিয়মের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে দুদক টিম।
রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ে গাড়ির লাইসেন্স ও ফিটনেস প্রদানে ঘুষ নেয়ার অভিযোগে অভিযান চালানো হয়। রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে নোয়াখালীতে অভিযান চালিয়েছে দুদক টিম।
খুলনায় জীবন বীমা করপোরেশন কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। কর্পোরেশনের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধভাবে টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগে এ অভিযান চালানো হয়।