বুধবার   ০৬ নভেম্বর ২০২৪   কার্তিক ২১ ১৪৩১   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

যে দশটি গান গেয়ে শোনাবেন মাহফুজুর রহমান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৭ এএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান বিগত কয়েকবছরে গান গেয়ে বিশ্বব্যাপী অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী তৈরি করেছেন। প্রতি ঈদেই ভক্তদের জন্য চমক রাখেন তিনি। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় তাকে নিয়ে থাকে গানের বিশেষ আয়োজন। এবার ঈদ উল আজহায় ‘একইতো আকাশ দেখি’ শিরোনামের তার একক গানের অনুষ্ঠান প্রচার হবে। 

এই অনুষ্ঠানে মোট দশটি গান পরিবেশন করবেন তিনি। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ ও রাজেশ ঘোষ। অ্যালবামে রয়েছে আমার নি:শ্বাসের শব্দ তুমি, ঘুমাতে পারি না, হঠাৎ একটা চিঠি, বোকা মন, কিছুক্ষণ, কষ্টরে, একইতো আকাশ দেখি, তুমি আমারি, মনে ঝড় ওঠে ও মনের মাঝে থেকো শিরোনামের গান।

ঈদের পর দিন রাত ১০টা ৩০ মিনিটে তার নিজের টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত এই একক সঙ্গীতানুষ্ঠানটি।

প্রসঙ্গত, ২০১৬ সালে কুরবানির ঈদে মাহফুজুর রহমানের ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের গানের অনুষ্ঠান প্রচারিত হবার ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পরবর্তী বছর রোজার ঈদে প্রচার হয় সঙ্গীতানুষ্ঠান ‘প্রিয়ারে’ এবং কুরবানির ঈদে প্রচার হয় একক সঙ্গীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’। গত বছর প্রচার হয় ‘মনে পড়ে তোমায়’ ও ‘বলোনা তুমি কার’। 

এবারের অনুষ্ঠানের অংশ দেখতে ক্লিক করুন এখানে