জাহিদ হাসান এখন ‘ম্যানেজ মকবুল’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৬ এএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার
এবার ঈদে ম্যানেজ মকবুল হয়ে আসছেন জনপ্রিয় নাট্যাভিনেতা জাহিদ হাসান। তার বাগড়া দেয়ার অভ্যাস। এলাকায় কোনো নির্বাচনের গন্ধ পেলেই দাঁড়িয়ে পড়বে সে। হোক সেটা পাড়ার ক্লাবের নির্বাচন কিংবা এলাকার মেম্বার নির্বাচন। নির্বাচনে প্রার্থী হিসেবে নাম লেখাবেন তিনি। এমনকি অবিবাহিত হয়েও স্কুলের অভিভাবক নির্বাচনে দাঁড়িয়ে পড়েন। মূলত বাগড়া দিয়ে কিছু সুবিধা আদায়ের জন্য কাজটা করে সে। এটা তার এক ধরনের ব্যবসা।
ফলে বাগড়া দিলেও মকবুল তাকে ম্যানেজ করার রাস্তা খোলা রাখে। আর মকবুলকে ম্যানেজ করা কঠিন কিছু না। মূলত ম্যানেজ হওয়ার জন্যই সে বাগড়া বাঁধায়। প্রথমদিকে একটু গাই-গুঁই করে। নিজের দাম বাড়ায়। তারপর এক পর্যায়ে ম্যানেজ হয়ে যায়। বাগড়ার গুরুত্ব অনুযায়ী মকবুলকে খুশি করে দিলেই হাসি মুখে বসে পড়ে সে। মকবুলকে ম্যানেজ করে সবকিছু করতে হয় বলে এলাকায় তার নামই হয়ে যায় ম্যানেজ মকবুল।
মকবুলের ম্যানেজ ব্যবসা ভালোই চলছিল। কিন্তু এক পর্যায়ে এসে ঘুরে যায় পরিস্থিতি। যে মকবুলকে সবাই ম্যানেজ করতে ব্যস্ত হতো সেই মকবুল-ই উল্টো সবাইকে ম্যানেজ করতে উঠে পড়ে লাগে। এভাবে এগিয়ে যায় ‘ম্যানেজ মকবুল’র গল্প।
এরকম মজার গল্পে আরটিভির জন্য নির্মিত হয়েছে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মকবুল’। সাত পর্বের এই নাটকটি লিখেছেন কথাসাহিত্যিক পলাশ মাহবুব। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। ম্যানেজ মকবুল নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এছাড়াও রয়েছেন অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, কাজী উজ্জ্বল, হিমে হাফিজ, সুখীসহ অনেকে।
নির্মাতা সুত্রে জানা গেছে, ‘ম্যানেজ মকবুল’ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে।