কাশ্মীর নিয়ে এ কী বললেন জাইরা ওয়াসিম!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৯ এএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার
এখন কাশ্মীর ইস্যুতে পুরো ভারত উথাল পাতাল! সোমবার সকাল থেকে এই ইস্যুতেই সংসদের উভয় কক্ষ সরগরম ছিল। আর এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় ৩৭০ ধারা তুলে দেয়ার কথা সংসদে ঘোষণা করেন।
এসব উত্তাপ-উৎকণ্ঠার মাঝেই কাশ্মীর সমস্যা নিয়ে মুখ খুললেন প্রাক্তন অভিনেত্রী জাইরা ওয়াসিম। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ৪ আগস্ট গভীর রাতে ১৮ বছরের জাইরা এক পোস্ট দেন। সেখানে লেখেন, ‘এও একদিন কেটে যাবে’। পাশে ‘হ্যাশ ট্যাগ’ দিয়ে ‘কাশ্মীর’ লেখেন।
এদিকে এই বলিউড অভিনেত্রী কিছুদিন আগেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন। ধর্মীয় কারণ দেখিয়ে অভিনয় থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি।
এক পোস্টে লেখেন, চলচ্চিত্রের ভবিষ্যৎ তার বিশ্বাস এবং ধর্মের মাঝখানে এসে দাঁড়িয়েছে। সে কারণেই তিনি অভিনয় ছাড়ছেন। অসচেতনভাবে তিনি তার ইমান (বিশ্বাস)-এর থেকে বেরিয়ে যাচ্ছেন বলে জানান এই অভিনেত্রী।
তিনি আরো লেখেন, আমি এমন একটা পরিবেশে কাজ করতাম, যা ক্রমাগত আমার ইমানের মাঝে এসে দাঁড়াত। এতে ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।
এদিকে জাইরার এমন পোস্টে বলিউডের অনেকে তাকে শুভেচ্ছা জানালেও কেউ কেউ ‘অকৃতজ্ঞ’ও বলেছেন। এবার সম্পূর্ণ এক ভিন্ন ইস্যুতে বাম হাত দিলেন জাইরা!