মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুকুরের প্রাণ বাঁচিয়ে প্রশংসায় সিক্ত হলেন পুলিশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২০ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

কুকুরের প্রাণ রক্ষা করে প্রশংসায় সিক্ত হলেন এক দল পুলিশ। কয়েকজন পুলিশ গাড়ির গ্লাস ভেঙে কুকুরটির প্রাণ রক্ষা করেন। এর ভিডিও ফুটেজ ভাইরাল হলে বেশ আলোড়ন সৃষ্টি হয়।  

এ ঘটনায় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান। 

ভিডিওতে দেখা যায়, গাড়ির মালিক গাড়ি পার্কিং করে কুকুরটিকে ভেতরে রেখে কোথায় যেন গেছেন। এর মধ্যে ৪০ ডিগ্রি তাপমাত্রায় থাকা কুকুরটি প্রচণ্ড তাপে ছটফট করছিল। এ দৃশ্য কর্তব্যরত পুলিশের নজরে এলে গাড়ির মালিককে খুঁজে না পেয়ে তাৎক্ষণিক গাড়ির এক পাশের গ্লাস ভেঙে কুকুরটির প্রাণ রক্ষা করেন।

 

স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এটি মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। অন্যদিকে কুকুরের প্রাণ রক্ষা করায় ইতালিতে বেশ তোলপাড় সৃষ্টি হয়। একই সঙ্গে গাড়ির মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি চারপাশে এ ধরনের সহিংস ঘটনার জন্য মেইল করতে বলা হয়েছে।