মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রমবর্ধমান উন্নয়নে গ্যাসের চাহিদা বাড়ছে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২৪ এএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

ক্রমবর্ধমান উন্নয়নে গ্যাসের চাহিদা উত্তরোত্তর বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জটি সরকার সাফল্যের সঙ্গে মোকাবিলা করছে। বর্তমানে গ্যাসের চাহিদা মোটামুটিভাবে পূরণ করা হচ্ছে। চলতি বছর শেষে আরো ভালো অবস্থায় আসবে।

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সাউথ এশিয়া এলএনজি ফোরাম ২০১৯-এর কনফারেন্স উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ বলেন, সরকার গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাড়িয়েছে। এলএনজি আমদানি করা হচ্ছে। ধীরে ধীরে বাংলাদেশে এলএনজির আকার বড় হচ্ছে।

 

আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে।