শোক দিবস পালনে প্রাথমিকে ১৩ কোটি টাকা বরাদ্দ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৭ এএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালনে প্রথমবারের মতো প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। সারাদেশের হিসেবে এ বরাদ্দের পরিমাণ দাড়ায় ১৩ কোটি টাকা।
এ অর্থ দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সব বিদ্যালয়ে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।
১৫ আগস্টে (শোক দিবস) দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে সভা-সমাবেশ, প্রতিযোগিতা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও খাবার পরিবেশন করা হবে।
এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হাম-নাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়নের উদ্যোগও নেয়া হয়েছে।
এর আগে গত ১৪ জুলাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক সভায় বাজেট বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়।