‘সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪২ এএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

বেসরকারি টেলিভিশনের সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এটকোর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বেসরকারি টেলিভিশনে ডাবিং করা আনুষ্ঠান, সিনেমা প্রচারে সরকারের অনুমতি প্রয়োজন। অথচ তা মানছে না টিভি চ্যানেলগুলো। মানছে না বিদেশি শিল্পীদের এদেশে কাজ করার অনুমতি নেয়ার বিষয়টিও। তাই সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার।
এসময় তিনি গুজব ও ডেঙ্গু সচেতনতায় সরকার এবং বেসরকারি গণমাধ্যমকে ধন্যবাদ জানান।
বৈঠকে বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে চালানোর বিষয়েও আলোচনা হয়।