মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪   কার্তিক ২১ ১৪৩১   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খুনের মামলায় খালাস পেয়ে মিষ্টি বিতরণ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৯ এএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

ধর্ষণ ও খুনের মামলায় বেকসুর খালাস পেয়েছেন শাহেদ শরীফ খান। সেই খুশিতে অফিসে মিষ্টি বিতরণ করেন। এই মিষ্টি খেতে গিয়ে অফিসেরই একজন কর্মকর্তা মকবুল হোসেন বমি করে ফেলেন।

বাসায় ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস লেখেন মকবুল। ফেসবুকে তার স্ট্যাটাসকে কেন্দ্র ব্যাপক তোলপাড় শুরু হয়। ঘটনাক্রমে মকবুলের স্কুল পড়ুয়া মেয়ে ঝুমু স্কুল থেকে হারিয়ে যায়। এরপর মকবুলের জীবনে ঘটতে থাকে নানা ঘটনা। এমন ঘটনাকে কেন্দ্র করে রেজানুর রহমানের লেখা ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘আসেন মিষ্টিমুখ করি’।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মামুনুর রশীদ, আহসান হাবীব নাসিম, মৌসুমী হামিদ, জিয়াউল হাসান কিসলু, রওনক বিশাকা শ্যামলী, মনি কাঞ্চন, মিন্টু সরদার, কাজী প্যারিস এবং শিশুশিল্পী মীম, সুবাহসহ বিভিন্ন নাট্যসংগঠনের শতাধিক নাট্যকর্মী।

‘আসেন মিষ্টিমুখ করি’ নাটকটি  ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।