সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডাইনিং রুম আকর্ষণীয় করে তুলুন এই সহজ উপায়ে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩১ এএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

বাড়িতে ডাইনিং রুম না থাকলে কি হয়! শুধু থাকলেই হবে না, এর যত্ন-আত্তিও তো করতে হবে। বাড়ির সব ঘরগুলোর মধ্যে এই ঘরটির গুরুত্ব অত্যাধিক। তাইতো এই ঘরটি অথিতিদের কাছে আকর্ষণীয় করে তোলাটাও খুবই প্রয়োজনীয়। 

অনেকেই নিজের মতো করে এই ঘরটি সাজিয়ে তুললেও খুঁত যেন থেকেই যায়! আবার অনেকেই বুঝতে পারেননা কীভাবে ঘরটি নজরকারা করে তুলবেন। তবে কয়েকটি সহজ উপায়েই কিন্তু আপনি এই ঘরটি আধুনিক, মনোরম ও আকর্ষণীয় করে তুলতে পারেন। তবে জেনে নিন উপায়গুলো-  

কার্পেট
ডাইনিং টেবিলের পাশে বড় একটি অংশ খালি থাকলে কাপের্ট ব্যবহার করুন। আবার টেবিল সেটের নিচেও মাপ অনুযায়ী কার্পেট ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে প্রিন্টের বা তাঁতের মতো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কারুকাজের কার্পেট ব্যবহার করুন।

সতেজ ফল
ডাইনিং টেবিলটি তাজা ফল দিয়ে সাজানোই বুদ্ধিমানের কাজ। একটি সুন্দর সিরামিকস, কাঠের নকশা করা বড় বাটিতে সতেজ ফলগুলো রাখতে পারেন।  সতেজ ফলগুলোই আপনার ডাইনিং টেবিলের রূপ পাল্টে দেবে।

কৃত্রিম আলোর ব্যবস্থা
খাওয়ার স্থানটি একটু আলোকসজ্জায় সজ্জিত হলে কিন্তু মন্দ হয় না! এজন্য পছন্দসই আলোকসজ্জা ডাইনিং রুমে রাখতে পারেন। অথবা ডাইনিং টেবিলের ওপরে একটি ঝুলন্ত ঝাড়বাতি রাখুন। দেখবেন ডাইনিং রুমটি কতটা আকর্ষণীয় মনে হবে!

 

তোয়ালে রিংস
ক্লাসিক, ঐতিহ্যবাহী বা আধুনিক, তোয়ালের রিংগুলো একটি প্রয়োজনীয় আনুষঙ্গিক। এটি আপনার ডাইনিং রুমটি পরিপূর্ণ করে তুলবে। সঙ্গে একটি সুন্দর তোয়ালেও যেন ঝুলিয়ে রাখতে ভুলবেন না রিংসে।

দেওয়ালের আয়না
আপনার ডাইনিং রুমে থাকা বেসিনের সামনের আয়নাটি যেন অবশ্যই রুচিশীল হয় সেদিকে লক্ষ্য রাখুন। কারুকার্যপূর্ণ না হলেও হবে কিন্তু সাধারন মননশীলতার ছাপ যেন থাকে দেয়ালের আয়নাটিতে।