শেকড়ের টানে বাড়ির পানে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩১ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার
পবিত্র ঈদুল আজহা পরিবারের সঙ্গে পালন করার জন্য শেকড়ের টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ।
বুধবার সকাল থেকেই বাস-ট্রেন-লঞ্চে করে পরিবার-পরিজন নিয়ে রাজধানী ছাড়তে শুরু করেছে অনেকে।
মূলত, আজ থেকে রেলের ঈদসেবা শুরু হলো। সেই হিসেবে গত ২৯ জুলাই যারা ট্রেনের আগাম টিকিট ক্রয় কিনেছিলেন, তারাই আজ প্রথম বাড়ি ফেরা শুরু করেছেন।
কমলাপুর ও বিমানবন্দর স্টেশন ঘুরে দেখা যায়, প্রথম দিনেই স্টেশনগুলোতে ঘরমুখো মানুষের ভিড় চোখে পড়ার মতো। সকাল ৬টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও কিছুটা দেরি করেই কমলাপুর ছাড়ে।
সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষ স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠতে পারলেও বিমানবন্দর স্টেশন থেকে বদলে যায় ট্রেনের চিত্র। কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো। যাত্রীর চাপে পরিবার-পরিজন নিয়ে ট্রেনে উঠতে বেশ বেগ পোহাতে হচ্ছে ঘরমুখো এসব মানুষকে।
কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক ডেইলি বাংলাদেশকে বলেন, ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের সবোর্চ্চ সেবা নির্বিঘ্ন করতে স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকে সেবা দিতে রেল প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
স্টেশন সূত্রে জানা গেছে, আজ কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে তিনটি ঈদ স্পেশালসহ মোট ৩৭টি আন্তঃনগর ট্রেন। যেগুলোতে মোট আসন সংখ্যা ২৭ হাজার ৮৮৫টি।