মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে স্কুলবাস খাদে পড়ে ৯ শিশুর মৃত্যু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

ভারতের উত্তরখণ্ড প্রদেশের দেহরাদুনে জেলায় শিক্ষার্থীবাহী একটি স্কুলবাস খাদে পড়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো কমপক্ষে আট জন গুরুতর আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

উদ্ধার কর্মকর্তাদের বরাত দিয়ে ‘দ্য হিন্দুস্তান টাইমস’ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০মিনিটে তেহরি গারহওয়ালে কাঙ্গসালি গ্রামের কাছে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীদের বহনকারী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০ মিটার গভীর খাদে পড়ে গেলে ঘটনা স্থলেই নয় শিক্ষার্থীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে এই সংখ্যা আরো বৃদ্ধি পায়।

এ দিকে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ফান্ডের সিনিয়র কর্মকর্তা প্রবীণ আলোক বলেন, দুর্ঘটনা কবলিত বাসটিতে ১৮ শিশুসহ আরো বেশ কয়েকজন আরোহী ছিল। চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। মর্মান্তিক এ দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনা স্থলে পৌঁছে তাদের উদ্ধার কার্যক্রম শুরু করে। 

 

অপর দিকে পুলিশের মহাপরিদর্শক (গারহওয়াল) অজয় রয়তেলা দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে নয় শিশুর মৃত্যু হলেও; হতাহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত সবার বয়স নয় থেকে ১৩ বছরের মধ্যে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। বর্তমানে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন কর্মীরা।