ঈদে দুবাই ও আমিরাতে মুক্তি পাচ্ছে হাজার অপরাধী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৪১ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুবাই ও সংযুক্ত আরব আমিরাতে এক হাজারের বেশি বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে। এ ব্যাপারে এরইমধ্যে কাজ শুরু হয়েছে।
আমিরাতের প্রধানমন্ত্রী তথা ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাইয়ের ৪৩০ জন কারাবন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছেন।-খবর গালফ নিউজের।
অন্যদিকে প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান গোটা সংযুক্ত আরব আমিরাত থেকে আরো ৬৬৯ জন বন্দিকে ক্ষমা করেছেন।
দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল এসাম ইসা আল হুমায়দান বলেছেন, স্বাভাবিক জীবনে ফিরতে এই সুযোগ দেয়া হচ্ছে অপরাধীদের। তাদের মুক্তির ব্যাপারে এরইমধ্যে কাজ শুরু হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর বন্দিরা যেন আর্থিক সমস্যায় না পড়েন সেটি দেখভাল করতেও প্রতিশ্রুতিবদ্ধ তিনি।