এবার কাশ্মীর ইস্যুতে ‘বোমা’ ফাটালেন মমতা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার
এবার কাশ্মীর ইস্যুতে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৭০ ধারা বাতিলকে সমর্থন না জানিয়ে ‘বোমা’ ফাটালেন তিনি। মমতার মতে, এই বিল বাতিলের আগে সবার সঙ্গে কথা বলা উচিৎ ছিল।
মমতা জানান, এ রকম বিশাল একটি ইস্যুতে সিদ্ধান্ত নেয়ার আগে সব দলকে বিষয়টা জানানোর প্রয়োজন ছিল। কাশ্মীরিদের সঙ্গেও কথা বলার দরকার ছিল বলেও জানান তিনি।
তার মতে, যেকোনো বড় সিদ্ধান্তে পৌঁছনোর আগে সব স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলা উচিৎ। তাই তারা এই বিলে সমর্থন করছেন না এবং ভোটাভুটিতেও অংশ নেবেন না।
এছাড়া জম্মু-কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে দ্রুত মুক্তি দেয়ার দাবি জানান মমতা। তিনি বলেন, তারা সন্ত্রাসবাদী নয়। গণতন্ত্রের স্বার্থে ওদের দ্রুত মুক্তি দেয়া উচিৎ।