অ্যান্টি-প্রফিটিয়ারিং কর্তৃপক্ষের সঙ্গে আইনি লড়াইয়ে হিন্দুস্তান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ভারতের ন্যাশনাল অ্যান্টি-প্রফিটিয়ারিং অথরিটি (এনএএ) এবং ভোক্তা পণ্যের বৃহত্ প্রতিষ্ঠান হিন্দুস্তান ইউনিলিভারের মধ্যকার দ্বন্দ্ব ক্রমেই কদর্য হয়ে উঠছে। পণ্য ও সেবা কর কার্যকরের দেড় বছর পর হিন্দুস্তান ইউনিলিভারের কাছে ২২৩ কোটি রুপি চেয়ে আদেশ জারি করে এনএএ কর্তৃপক্ষ। এ আদেশ জারির পর এনএএর বিরুদ্ধে আদালতে যাওয়ার পরিকল্পনা করছে হিন্দুস্তান ইউনিলিভার। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।
হিন্দুস্তান ইউনিলিভার এনএএর বিরুদ্ধে আদালতে গেলে এটিই হবে প্রথম কোনো ভোক্তা পণ্যের প্রতিষ্ঠানের এ ধরনের পদক্ষেপ। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়াকে (সেবি) পাঠানো অভিযোগে কোম্পানিটি জানিয়েছে, কিছু মৌলিক ব্যাপারে বিচ্যুতি ঘটায় তারা আইনের আশ্রয় নিতে যাচ্ছে।
মুম্বাইভিত্তিক হিন্দুস্তান ইউনিলিভার জানিয়েছে, এনএএর সর্বশেষ আদেশে আইনের খুবই সংকীর্ণ ব্যাখ্যা দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে যে প্রতিষ্ঠিত আইনের চর্চা রয়েছে, সে বিষয়টিও তারা বিবেচনা করেনি।
বেশ কিছুদিন ধরেই দুই পক্ষের মধ্যে চলছিল তীব্র উত্তেজনা। এনএএ এক বছর ধরে ডাভ সাবান প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কর ফাঁকি দেয়ার অভিযোগ তুলেছে।