মার্কিন নোবেলজয়ী সাহিত্যিক টনি মরিসনের মৃত্যু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০১ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার
প্রখ্যাত মার্কিন সাহিত্যিক টনি মরিসন মারা গেছেন। নোবেল পুরস্কারজয়ী এ সাহিত্যিক মঙ্গলবার ৮৮ বছর বয়সে মারা যান। মরিসনের পরিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। খবর- বিবিসি।
মরিসনের পরিবারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কিছুদিন আগে টনি মরিসন অসুস্থ হন। তিনি ১৯৯৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। মরিসন সব মিলিয়ে ১১টি উপন্যাস লেখেন। এর মধ্যে ১৯৭০ সালে প্রথম উপন্যাস ‘দ্য ব্লুয়েস্ট আই’ প্রকাশিত হয়।
এছাড়া ১৯৮৭ সালে প্রকাশিত তার বিখ্যাত উপন্যাস ‘বিলাভড’ এর জন্য পুলিৎজার পুরস্কার পান। মরিসনের জনপ্রিয় এ উপন্যাসটি অবলম্বনে ১১৯৮ সালে চলচ্চিত্রও নির্মাণ করা হয়। এতে অভিনয় করেন বিখ্যাত মার্কিন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে।
মরিসন একবার বলেছিলেন, আমাদের মৃত্যু হবে। এটাই জীবনের অর্থ। কিন্তু আমরা ভাষা চর্চা করি। এটার মাধ্যমেই হয়তো আমরা আমাদের জীবনকে পরিমাপ করি।
প্রখ্যাত এ ঔপন্যাসিক ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক ফাউন্ডেশনস মেডেল পান। এছাড়া ২০১২ সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমেও ভূষিত হন।