ক্ষেপা হাতির কাণ্ড, ট্রেনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার চেষ্টা (ভিডিও)
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৫ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার
জঙ্গলের ভেতর দিয়ে প্রতিদিন যাওয়া আসা করে একটি ট্রেন। ট্রেন চলাচলের বিষয়টি মোটেও ভাল চোখে দেখেননি ওই জঙ্গলের বাসিন্দা একটি হাতি। এবার ক্ষেপেই গেল বন্য হাতিটি। চলন্ত ট্রেনের ওপর এতই রেগে গেল যে, ট্রেনকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইল। এমন একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
মঙ্গলবার ভারতের শিলিগুড়ির গুলমোহর স্টেশনের কাছের রেললাইনে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময়ে হঠাৎ লাইনের পাশ দিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বিশালাকায় হাতি। হাতিটি লাইনের উপর আসতে পারে ভেবে নিয়মানুযায়ী ট্রেন থামিয়ে দেন চালক। এত কাছাকাছি হাতি দেখে ভিডিও করারও সুযোগ ছাড়লেন না চালক। তবে হাতি যে ইঞ্জিন ঠেলার চেষ্টা করবে, তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি চালক।
হঠাৎ লাইনের উপর চলে আসে হাতিটি। এরপর ট্রেনের কাছে আসতে শুরু করেছিল হাতিটি। অবস্থা বেগতিক বুঝে হর্ন বাজিয়ে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন চালক। তবে তাতেও খুব একটা লাভ হল না। ইঞ্জিনের মুখোমুখি দাঁড়িয়ে যেন ঠেলার চেষ্টা করল হাতিটি। কিন্তু বিশেষ সুবিধা করতে না পেরে অবশেষে চলে গেল হাতিটি। জঙ্গলের দিকে আবার পা চালাল হাতিটি। হাঁফ ছেড়ে বাঁচলেন চালক। আবার চলল ট্রেন।