মশা নিধনে স্থানীয় সরকার বিভাগের সমন্বিত উদ্যোগ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৭ এএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার
মশা নিধনে সমন্বিত উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। কার্যক্রম তদারকি করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে ১৬ জুলাই থেকে একটি নিয়ন্ত্রণ সেল খোলা হয়েছে। যুগ্মসচিব পর্যায়ের আট কর্মকর্তাকে ৮টি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, মশা নিধন অভিযান যথাযথ বাস্তবায়ন, সমন্বয় সাধন ও নিবিড় তদারকির জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ১ জন করে মোট ১২৯ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এরইমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কীটনাশক ক্রয় সংক্রান্ত ১০ সদস্যবিশিষ্ট কারিগরি কমিটি গঠন করেছে। স্থানীয় সরকার বিভাগও মশা নিধন ওষুধের কার্যকারিতা নিশ্চিতকরণে ৭ সদস্য বিশিষ্ট কারিগরি কমিটি গঠন করেছে।
এতে আরো জানানো হয়, দুই সিটি কর্পোরেশন ঢাকা শহরে এডিস মশার প্রজননস্থল সনাক্তকরণে মোবাইল কোর্ট পরিচালনা করছে। সিটি কর্পোরেশন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে অ্যারোসল স্প্রে বিতরণের পাশাপাশি ঢাকা ছাড়ার আগে সব যানবাহনে কীটনাশক স্প্রে করছে।
স্থানীয় সরকার বিভাগ থেকে মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য এরইমধ্যে দেশের সিটি কর্পোরেশনগুলোর অনুকূলে সাড়ে ২১ কোটি ও পৌরসভাগুলোর অনুকূলে ৩০ কোটি টাকা থোক বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার বিভাগ ও দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটি বাতিল করা হয়েছে বলেও এতে জানানো হয়।