এএফএমসিতে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫২ এএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার
ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) সামাজিক সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালন করা হয়। গতকাল বুধবার এ কর্মসূচি পালন করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ডেঙ্গু রোগ প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এএফএমসি কর্তৃক আয়োজিত বিভিন্ন কার্যক্রম গত ১৪ জুলাই থেকে ৭ আগস্ট ২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে গত ১৪ জুলাই ‘অ্যাওয়ারনেস অফ ডেঙ্গু ভেক্টও ইটস প্রিভেনশন’ এর উপর একটি সেমিনারের আয়োজন করা হয়। গত ১ আগস্ট ঢাকা সেনানিবাসের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে করণীয়, প্রতিরোধের উপায় ও প্রতিকার বিষয়ে এই কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ৯টি গ্রুপে (প্রতিটি গ্রুপে ০৫ জন) ভাগ হয়ে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি পালন করা হয়।
ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে গত ৫ ও ৬ আগস্ট ঢাকা সেনানিবাসের বিভিন্ন স্থানে এই কলেজের অফিসার (প্রশিক্ষক), ক্যাডেট ও অন্যান্য পদবীর (সামরিক/বেসামরিক কর্মচারী) সচেতনতামূলক প্রচার অভিযানে অংশগ্রহণ করে।