মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪   কার্তিক ২১ ১৪৩১   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্ল্যাকফ্লেইম থিয়েটার প্রযোজনা ‘দ্য ডার্ক হিস্ট্রি’ মঞ্চস্থ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪১ এএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

‘নো মোর হিরোশিমা-নো মোর নাগাসাকি, এ ট্র্যাজেডি নেভার টু বি রিপিটেড’ স্লোগানে ‘জাপান বাংলা পিস ফাউন্ডেশন’ এর আয়োজনে উদযাপিত হলো ‘হিরোশিমা দিবস-২০১৯’।  রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে হিরোশিমা-নাগাসাকি ট্রাজেডির ঘটনা অবলম্বনে ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার, ঢাকা’ এর প্রযোজনা ‘দ্য ডার্ক হিস্ট্রি’ মঞ্চস্থ হয়। 

দ্য ডার্ক হিস্ট্রি নাটকটি প্রযোজনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন তানভীর শেখ। প্রযোজনার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন রেজাউল মাওলা নাবলু। এতে অভিনয় করেছেন ইয়াছিন আরাফাত, অলিভ, ফাহিম আলিফ, অমিত কুমার, নূরে আলম, হৃদয়উল হক। সংঙ্গীত প্রক্ষেপণ, মেক-আপ ও নেপথ্যে ছিলেন নূরে আলম, শারমিন কবির, নিরা রহমান, জাবিন শিখা, রিমু, কাসপিয়া, রাম কৃষ্ণ মিত্র, রাসেল, মোবাল্লেগ, আরিয়ান, নাঈম ও ফারজানা ইয়াসমিন প্রমুখ। 

তানভীর শেখ বলেন, ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা ও এর ৩ দিনপর ৯ আগস্ট দেশটির অন্য শহর নাগাসাকিতে পারমাণবিক হামলার ঘটনা ঘটে। সেই হামলার পর ঘুরে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে মাথা উঁচু করে বিশ্ব দরবারে যুদ্ধবিরোধী সচেতনতা এবং এ ধরনের ট্রাজেডি যেন আর পুনরাবৃত্তি না ঘটে তা নিয়েই ব্ল্যাকফ্লেইম থিয়েটার প্রযোজনা ‘দ্য ডার্ক হিস্ট্রি’।

 

 

নাটকটি দেখার পর দর্শক-অতিথিরা প্রযোজনাটির ভূয়সী প্রশংসা করেন। মন্ঞ্চায়ন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রযোজনাটির প্রশংসা করে এর সাফল্য কামনা করেন। পরে নির্দেশকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। 

এর আগে, যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র বিরোধী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ আয়োজনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় জাপান দূতাবাসের  রাষ্ট্রদূত হিস এক্সেলেন্সি হিরোইয়াসু ইজুমি। আলোচনা অনুষ্ঠানে হিরোশিমা-নাগাসাকি ট্রাজেডির ভয়াবহতা সামনে রেখে যুদ্ধবিরোধী মূলবক্তব্য দেন জাপান বাংলা পিস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের সাবেক পরিবেশ বিজ্ঞানী ড. এস. আই. খান।