নানা চমকে ‘কৃষকের ঈদ আনন্দ’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৪ এএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার
একসময় ঈদ আয়োজন মানেই ছিল শহুরে মানুষের জীবনের নানা গল্প। ছিল তারকা শিল্পীদের অংশগ্রহণে নানা অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে বিনোদিত করার চেষ্টা। সেইসব ঈদ আয়োজনে ঠিক কোথায় সেই গ্রামের কৃষকটি, যার শ্রমে ঘামে উৎপাদিত ফসলে নিবারিত হয় মানুষের ক্ষুধা?
কৃষককেও যুক্ত করতে হবে এই আনন্দধারায়। তারাও এ সমাজের, এ দেশের গুরুত্বপূর্ণ অংশ। সেই চিন্তা থেকে শাইখ সিরাজ সিদ্ধান্ত নেন, নিজেই বানাবেন কৃষক ও গ্রামীণ মানুষের জন্য তাদেরই অংশগ্রহণে ঈদ অনুষ্ঠান ফার্মারস গেইম শো ‘কৃষকের ঈদ আনন্দ’। বাকিটুকু ইতিহাস।
অনুষ্ঠানের একটি দৃশ্য
এবারও তার ব্যতিক্রম ঘটছে না। ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে কৃষকের ঈদ আনন্দ। ফার্মারস গেইম শো’টিতে প্রতিবারের মতো এবারো থাকছে গ্রামের কৃষক, কৃষাণীদের অংশগ্রহণে চমকপ্রদ সব খেলা। আর সঙ্গে থাকছে দেশ বিদেশের নানান বিষয় নিয়ে বৈচিত্রপূর্ণ প্রতিবেদন। এবারের পর্বটি ধারণ করা হয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চা বাগানে।
চা পাতা যেমন নিরাকার পানিকে নিমিষে দেয় রঙিন চনমনে এক রঙ, চা-এর দেশের প্রকৃতি ও মানুষ তেমনি বর্ণিল। চা বাগানের অপরূপ নিঃসর্গের মাঝে তারা মেতে উঠেছিল অনাবিল আনন্দের খেলাধুলায়। কৃষক, কৃষাণী ও প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দ পেয়েছে অনন্য এক রূপ।
বরাবরের মতো এবারো পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন শাইখ সিরাজ।