বর্ষাকালে শিশু যত্ন নিন এই উপায়ে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৭ এএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার
বর্ষাকালে কাশি, সর্দি থেকে শুরু করে বিভিন্ন জলবাহিত রোগে ভুগতে হয়। তবে এই সমস্যাগুলো তখনই জটিল হয়ে ওঠে যখন বাড়িতে কোনো নবজাতক থাকে। এই আবহাওয়ার সময় নবজাতকের বিশেষ যত্নের প্রয়োজন।
যেহেতু নবজাতকের ইমিউন সিস্টেম এই সময় বিকাশ করে, তাই বর্ষার সময় পিতা-মাতার সাবধানতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে সাবধানতা বাড়াতে নবজাতকদের সুরক্ষার জন্য পিতা-মাতার অবশ্যই কয়েকটি টিপস জানা দরকার। চলুন তবে জেনে নেয়া যাক সেই সম্পর্কে কিছু তথ্য-
> বর্ষাকালে শিশুকে সুস্থ্য রাখার জন্য সঠিক পোশাক নির্ধারন করুন। এসময় শিশুকে অবশ্যই শুকনো ও সুতি কাপড় পরাতে হবে, যা বর্ষাকালে শিশুর জন্য আরামদায়ক।
> বর্ষাকালে শিশুদের শুকনো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় আবহাওয়ার ওঠানামার কারণে শিশুদের প্রচুর ঘাম হয়। তাই শিশুকে শুকনো রাখতে নিয়মিত ঘাম মুছে দিতে হবে।
> শিশু যেন জলজনিত রোগের শিকার না হয় তা নিশ্চিত করার জন্য জীবাণুনাশক এবং ভিজা ওয়াইপগুলো হাতের মুঠোয় রাখুন। নিয়মিত ডায়াপার এবং জামাকাপড় পরিবর্তন করুন।
> বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগের দেখা দিয়েছে। তাই শিশুকে মশা থেকে বাঁচানোর জন্য একটি ভাল মানের মশারি ব্যবহার করুন।
> শিশুকে রোগ জীবাণু থেকে রক্ষা করার জন্য পানি ফুটিয়ে পান করান। শিশুকে খাওয়ানো ফলমূল শাকসবজি ভালোভাবে পরিষ্কার করুন।
> শিশুকে যেকোনো টিকা দেয়ার বিষয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।