পানিতে ভাসছে মহারাষ্ট্র, বন্যায় ১৬ জনের মৃত্যু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৩ এএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার
ভারতের মহারাষ্ট্রে বন্যার কবলে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতির অবনতির ফলে গোটা মহারাষ্ট্র এখন পানিতে ভাসছে!
বন্যায় নিহতদের মধ্যে পুণেতে ৪ জন, সাতারায় ৯ জন, কোলাপুরে ২ জন ও সাংগিলে ২ জন রয়েছেন। এছাড়া বন্যায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
এ প্রসঙ্গে ডিভিশনাল কমিশনার দীপক মহাশেখর বলেন, সোলাপুর, সাংগিল, কোলাপুর ও পুণে থেকে বন্যায় আক্রান্তদের অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে।
তিনি আরো বলেন, পুণের বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় ২ লাখ ৫৭ হাজার লোকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই।
এদিকে আবহাওয়া দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতির আপাতত কোনো সম্ভাবনা নেই। আগামী তিন দিন বৃষ্টির পাশাপাশি প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।