মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাশ্মীরের তোলপাড় করা সেই ছবি, সত্য কতটুকু?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৫ এএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার

শিশুটির বয়স বড়জোর পাঁচ হবে। এ বয়সেই অস্ত্রে সজ্জিত ভারতীয় সেনার দিকে প্লাস্টিকের গুলতি তাক করে আছে। কাশ্মীরে এমন একটি ছবি বিশ্বে তোলপাড় উঠেছে। স্বাধীনতাকামী কাশ্মীরিদের আন্দোলনের বর্তমান প্রেক্ষাপটের এ ছবিটি তুলেছেন ভারতীয় ফটোগ্রাফার আদিত্য রাজ। তবে ছবিটির সত্যতা নিয়ে উঠেছে প্রশ্ন। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুর দাবি, ছবিটি ২০১৮ সালের। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন, ছবিটি সাম্প্রতিক সময়ের। 

তবে যে যাই বলুক না কেন, ছবিটি কাশ্মীরিদের আন্দোলনের প্রতীকী রূপ হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি টুইটারে পোস্ট করে এর ফটোগ্রাফার লেখেন, সেনার সামনে প্লাস্টিকের গুলতি নিয়ে একটি শিশু খেলছে।

নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কাশ্মীর ‘ভূ-স্বর্গ’ নামে বিশ্বে পরিচিত। এক মাস আগে সেখানকার স্বাধীনতাকামী নেতা বুরহানের মৃত্যুর পর থেকেই এই উপত্যকা উত্তাল হয়ে ওঠে। প্রতিবাদ, মিছিল আর সমাবেশে ভারতীয় সেনাদের গুলিতে এরই মধ্যে অনেক স্বাধীনতাকামী প্রাণ হারিয়েছেন। সেনাদের শক্তির তুলনায় কাশ্মীরের স্বাধীনতাকামীরা অত্যন্ত দুর্বল।

প্রসঙ্গত, গেল সোমবার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে ভারত সরকার। এর মাধ্যমে জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা ছিনিয়ে নেয়া হয়। এরপরই উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর। সেখানে ভারতীয় সেনাদের সঙ্গে স্বাধীনতাকামী মানুষদের মুহুর্মুহু সংঘর্ষ বাধছে।