মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরানে উদ্বোধন হবে গ্যাস শিল্পের ৪০ প্রকল্প

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩১ এএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার

চলতি ইরানি বছরের শেষ নাগাদ (২১ মার্চ ২০২০) দেশটিতে গ্যাস শিল্পের ৪০টি বড় প্রকল্প উদ্বোধন করা হবে। 

ইরানের জাতীয় গ্যাস কোম্পানি এনআইজিসি’র ব্যবস্থাপনা পরিচালক হাসান মোন্তাজের তোরবাতি এই তথ্য জানিয়েছেন। খবর ইরানি বার্তা সংস্থা আইআরএনএ এর।
 
তিনি বলেন, জাতীয় গ্যাস নেটওয়ার্কের প্রেসার বুস্টিং স্টেশনের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই বছর ৮৩০ কিলোমিটারের অধিক পাইপলাইন স্থাপন করা হবে। একইসঙ্গে পাঁচটি টারবোচার্জারও স্থাপন করা হবে। 

ইরানি এই কর্মকর্তা আরো বলেন, এসব প্রকল্প চালু হলে জাতীয় নেটওয়ার্কের গ্যাস সঞ্চালন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এমনকি ঠাণ্ডার সময়ও গ্যাস সঞ্চালন বাড়বে বলে জানান তিনি। 

তোরবাতি আরো জানান, এই বছর ৮৩০ কিলোমিটার গ্যাস পাইপলাইন স্থাপনের পাশাপাশি দেশজুড়ে ১৫টি পৃথক প্রকল্প উদ্বোধন করা হবে। সূত্র: তেহরান টাইমস।