চীনে ধেয়ে আসছে প্রলঙ্কারী টাইফুন ‘লেকিমা’, রেড অ্যালার্ট জারি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫২ এএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার
চীনের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘লেকিমা’। প্রলয়ঙ্কারী এ টাইফুনের আতঙ্কে উপকূলীয় অঞ্চলে এরইমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
টাইফুন লেকিমা বর্তমানে তাইওয়ান উপকূলে অবস্থান করছে। সেখান থেকে ঘন্টায় ১৯০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে চীনের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি। শনিবারের মধ্যে এটি চীনের ঝেজিয়াং প্রদেশে আঘাত হানবে বলে ধারনা করা হচ্ছে। - খবর বিবিসি
দেশটির জরুরি অবস্থা মন্ত্রণালয় জানিয়েছে, লোকজনকে সতর্ক করতে ও জরুরি ত্রাণ বিতরনের জন্য এরইমধ্যে বেশ কয়েকটি সেচ্ছা সেবক ও উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে।
এছাড়া শাংহাই উপকূলে হাজার হাজার লোককে অগ্রীম সতর্কতা হিসেবে বাড়িঘর ছেড়ে অন্যত্র নিরাপদ কোথাও আশ্রয় নিতে বলা হয়েছে।
এদিকে জিয়াংসু ও শ্যান্ডং প্রদেশেও জরুরী সতর্কতা জারি করা হয়েছে।