মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘খোকা, ঈদে বাড়ি আসিস না’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার

সব মায়েরাই চান ঈদের তার সন্তানেরা সবাই তাদের কাছে থাকুক। আর কোরবানির ঈদ হলে তো আর কথাই নেই। এদিন গরু জবাই হবে, ভালোমন্দ নানা পদ রান্না হবে। এদিন কি প্রিয় সন্তানকে বাড়ির বাইরে থাকার কথা বলতে পারেন কোনো মা! কিন্তু অনুসন্ধানে এমন এক মায়ের সন্ধান পাওয়া গেছে যিনি চান, ঈদে যেন তার সন্তান বাড়ি না ফেরে। এই মা অবরুদ্ধ কাশ্মীরের বাসিন্দা।

সোমবার কাশ্মীরের বিশেষ মর্যাদা ছিনেয়ে নেয়ার আগে উপত্যকা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে ভারত। বন্ধ রয়েছে স্কুল-কলেজ, অফিস আদালত, দোকারপাট ও হাটবাজারসহ সমস্ত কাশ্মীর। নেতা-কর্মীদেরসহ গণহারে গ্রেফতার করা হচ্ছে হাজার হাজার নিরীহ মানুষকে। এ অবস্থায় সন্তানদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কাশ্মীরের মায়েরা। তাই উপত্যকার বাইরে থাকা ছেলেকে ঈদে বাড়ি ফিরতে নিষেধ করে বার্তা দিয়েছেন ওই মা।

বৃহস্পতিবার ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ পেয়েছে কাশ্মীরের কয়েকজন ভাগ্যবান বাবা-মা। ওইদিন জরুরি ভিত্তিতে মাত্র কয়েক ঘণ্টার জন্য শ্রীনগরের দুটি টিলিফোন লাইনের সংযোগ চালু করা হয়। ওই টেলিফোনে উপত্যকার বাইরে থাকা স্বজনদের সঙ্গে কিছু কাশ্মীরি পরিবারকে কথা বলার সুযোগ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। যদিও কথা বলার আগে তাদের সঙ্গে কে এবং কি কথা বলবে সে বিষয়ে কড়া নজর রেখেছিলো কর্তৃপক্ষ। প্রবেশ করার আগে তাদের দেহ তল্লাশি করতে ভোলেনি ভারতীয় সেনারা। ফলে টেলিফোন বুথে যারাও প্রবেশ করার এ সুযোগ পেয়েছেন তাদেরও মন খুলে প্রিয়জনদের সঙ্গে কথা বলার সুযোগ ছিলো না। তাদের সময় বেধে দেয়া হয়েছিলো। ফলে কোনোমতে প্রয়োজনীয় কথা সেরেই বেরিয়ে আসতে হয়েছে তাদের।

এ সময় শ্রীনগরের এক মা তার ছেলেকে টেলিফোনে বলেন, এখানকার পরিস্থিতি ভালো না, রাজ্য জুড়ে উত্তেজনা চলছে। ঈদেও এখানকার অবস্থা ভালো হবে না। তাই খোকা, ঈদে তুই বাড়ি আসিস না। যেখানে আছিস সেখানেই থেকে যা।

মায়ের কথা শুনে কাঁদতে থাকে ছেলেটি। এসময় নিজের আবেগ লুকিয়ে রেখে ওই মা ছেলেকে নিজের প্রতি নজর দেয়ার পরামর্শ দেন। তার ছেলে থাকে ভারতের ব্যাঙ্গালোর শহরে, সেখানে পড়াশোনা করে সে। মা জানেন, অগ্নিগর্ভ কাশ্মীরের চাইতে ওই শহরেই বেশি নিরাপদে থাকবে ছেলে। তাই তো ছেলের প্রতি মায়ের এই আঁকুতি।

স্থানীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডন পত্রিকার অনলাইন। ওই পত্রিকায় কাশ্মীরি নারীর নাম ‘আঞ্জুমান’ বলে উল্লেখ করা হয়েছে। আঞ্জুমান শব্দের অর্থ ‘অনেকের মা’।