পাকিস্তানের বাণিজ্য বন্ধ, ভারতের ক্ষতি কোহলির এক পোস্টের সমান!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৪২ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রেক্ষিতে ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত করেছে পাকিস্তান। আর এ নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাণিজ্য স্থগিতে ভারতের ক্ষতি দেশটির ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির এক পোস্টের সমান বলে মন্তব্য করেছেন।
অজিত দোভাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় বলেন, পাকিস্তান আমাদের সঙ্গে সব রকম বাণিজ্য স্থগিত করেছে। এটা ভারতের অর্থনীতির জন্য বিরাট বড় ক্ষতি, যার মূল্য বিরাট কোহলির প্রচারমূলক একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে প্রাপ্ত অর্থের সমান। খুবই দুঃখের কথা, এত বড় ক্ষতি এখন আমরা কীভাবে সামাল দেব!
ইনস্টাগ্রামে একেকটি প্রচারণমূলক পোস্ট থেকে ১ কোটি ৬৫ লাখ রুপি আয় করেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। অজিত দোভালের দাবি, পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে সমপরিমাণ অর্থই আয় করে ভারত, যা দেশটির অর্থনীতিতে অতি নগণ্য। তাই পাকিস্তানের এ বানিজ্য স্থগিতে ভারতের অর্থনীতিতে তিলমাত্র ক্ষতি হবে ন।
কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন ও দ্বিপক্ষীয় সব ধরনের বাণিজ্য স্থগিতের ব্যাপারে গত বুধবার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বা এনএসসি। ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাইকমিশনার অজয় বিসারিয়াকে সেদিনই বহিষ্কার করে পাকিস্তান। দিল্লি থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনে তারা।
গত ৫ আগস্ট সংবিধানে পাওয়া কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে মোদি সরকার। আর মোদি সরকারের এই ‘সাফল্যের’ পথে বড় হাতিয়ার ছিলেন অজিত দোভাল।
কাশ্মীরের যে বিশেষ মর্যাদা কেড়ে নেয়া হচ্ছে এটা জল্পনা শুরু হয় সেদিন থেকে যেদিন অজিত দোভাল কাশ্মীর সফরে যান। গত ৫ আগস্টের কয়েকদিন আগে তিনি কাশ্মীর সফরে গিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কাশ্মীর থেকে ফিরে মোদি প্রশাসনকে বিশেষ মর্যাদা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আশ্বস্ত করেন তিনি।