মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৪ এএম, ১২ আগস্ট ২০১৯ সোমবার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। রোববার এক সরকারি তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্যে জাতিকে বিভ্রান্ত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে গুজব সৃষ্টি করে যাচ্ছে। ভবিষ্যতেও মহলটি এ ধরনের গুজব প্রচার করবে বলে আশঙ্কা রয়েছে। এ ধরনের গুজব কারো নজরে পড়লে সামাজিক মাধ্যমসহ সর্বস্তরে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।-খবর বাসসের।

গুজব বিষয়ে সন্দেহজনক কিছু মনে হলে ৯৯৯ নম্বরে তাৎক্ষণিক ফোন করে পুলিশের সাহায্য নেয়ার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া এ সকল বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য পিআইডির নিম্নলিখিত টেলিফোন নম্বরে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।

 

টেলিফোন: ৯৫১২২৪৬ ও ৯৫১৪৯৮৮।
এ ছাড়াও ফ্যাক্স নম্বর: ৯৫৪০৯৪২ ও ৯৫৪০০২৬ ইমেইল : piddhaka@gmail.com;ওয়েবসাইট: www.pressinform.gov.bd; ফেসবুক আইডি: PID BD এবং ফেসবুক পেজ:Press Information Department, Bangladesh-এ যোগাযোগ করা জন্য অনুরোধ করা হয়েছে।