মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাবেক তথ্যমন্ত্রী মিজানূর রহমান শেলী মারা গেছেন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৩ এএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের সাবেক তথ্য ও পানিসম্পদ মন্ত্রী মিজানূর রহমান শেলী মারা গেছেন। 

সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শেলীর ছেলে আরিফ ইবনে মিজান বলেন, তার বাবা গতমাসে স্ট্রোক করেছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, শ‌নিবার শেলীকে বিএসএমএমইউ‌ এর আই‌সিইউ‌তে নেয়া হয়। আজ দুপুর সোয়া‌ ২টায় রেস‌পি‌রেট‌রি ফেই‌লিউর হ‌য়ে তি‌নি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হতে পারে।

প্রসঙ্গত, শেলী আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্সের চেয়ারম্যান ছিলেন। বেসরকারি গবেষণা ও প্রকাশনা সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ, বাংলাদেশের (সিডিআরবি) প্রধান ছিলেন তিনি। এছাড়া রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক লেখক ছিলেন।