মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘তৃণমূল চামড়া ব্যবসায়ীরা ভালো দাম পাবেন’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১২ পিএম, ১৪ আগস্ট ২০১৯ বুধবার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চামড়া রফতানির দ্বার উন্মুক্ত করে দেয়া হয়েছে। এতে তৃণমূল ব্যবসায়ীরা ভালো দাম পাবেন।

বুধবার সকালে রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চামড়া বাজারের কথা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে একটি দাম নির্ধারণ করে দেয়া হয়েছিল। ট্যানানি মালিক ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছিলো যেন তারা নির্ধারিত দামে চামড়া কেনেন। কিন্তু দাম গ্রহণযোগ্য পর্যায়ে না থাকায় চামড়া রফতানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টিপু মুনশি বলেন, যখনই ভালো কিছু করার চেষ্টা করি, তখন কিছু ব্যবসায়ী তার সুযোগ নেয়। তাই আমরা চামড়া রফতানি করার অনুমতি দিয়েছে সরকার।

এ সময় জেলা-উপজেলা আওয়ামী লীগও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।