কম্পিউটার পণ্যে এমআরপি নীতিমালা বাস্তবায়নের প্রতিশ্রুতি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
কম্পিউটার পণ্য ক্রয়-বিক্রয়ে বাধ্যতামূলক এমআরপি এবং ওয়ারেন্টি নীতিমালা পরিপূর্ণ বাস্তবায়নের প্রত্যাশা নিয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় চলতি বছরের কার্যক্রম ও আর্থিক বিবরণী পেশ করার পাশাপাশি আগামী বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকারের সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য সহসভাপতি ইউসুফ আলী শামীম, মহাসচিব মোশারফ হোসেন সুমন, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন, পরিচালক মো. শাহিদ-উল-মুনীর, মোস্তাফিজুর রহমান তুহীন এবং আছাব উল্লাহ খান জুয়েলসহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচ্যসূচি অনুসারে ২৬তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী সভায় উপস্থাপন করেন বিসিএস সভাপতি। কণ্ঠভোটে কার্যবিবরণী অনুমোদন করেন উপস্থিত সদস্যরা। সভাপতির সস্মতিক্রমে মহাসচিব মোশারফ হোসেন সুমন চলতি বছরের কর্মকাণ্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন ২০১৭-১৮ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন।
বিসিএস সভাপতি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি বিসিএসের আটটি শাখায় নিজস্ব কার্যালয় করা হয়েছে। কম্পিউটার ব্যবসায়ী এবং ক্রেতাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ বছর এমআরপি ও ওয়ারেন্টি পলিসিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। ভবিষ্যতে আরো দুটি শাখা বৃদ্ধি করার কার্যক্রম চলমান রয়েছে। সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশের আইসিটি খাতের উন্নয়নে বিসিএসের সম্পৃক্ততা বাড়ানো হয়েছে। দেশব্যাপী আইসিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম পরিচালিত হয়েছে। দেশের সর্ববৃহৎ আইসিটি সংগঠনে প্রথমবারের মতো আমরা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেছি।