যুক্তরাষ্ট্রে বন্দুক যুদ্ধে ৬ পুলিশ সদস্য গুলিবিদ্ধ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এক হামলাকারীর সঙ্গে বন্দুক যুদ্ধের ঘটনায় ছয় পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
পুলিশের কর্মকর্তারা ফিলাডেলফিয়ার নাইসটাউন টিয়াগো’র এলাকার একটি বাড়িতে অবৈধ মাদক থাকার অভিযোগে ড্রাগ ওয়ারেন্ট নিয়ে উপস্থিত হয়। এ সময় বাড়িটির বাসিন্দা পুলিশের ওপর বন্দুক নিয়ে হামলা চালায়।
বেশ কিছুক্ষণ ধরে পুলিশের সঙ্গে ঐ ব্যক্তির বন্দুক যুদ্ধ চলে। এরপর এক পর্যায়ে হামলাকারী ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন সংবাদমাধ্যম মরিস হিল- এর প্রকাশিত এক ছবিতে দেখা যায়, দুই হাত উপরে তুলে বাড়িটি থেকে হামলাকারী ব্যক্তি বেরিয়ে আসছে। এরপর পুলিশ সদস্যরা তাকে ঘিরে ধরে।
পুলিশ কমিশনার রিচার্ড রোস বলেন, হামলাকারী পুলিশের সোয়াট সদস্যদের ওপর হামলা চালিয়েছিলো। তবে সে আত্মসমর্পণ করেছে। এছাড়া আহত পুলিশ সদস্যদের বাড়িটি থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।