এতিম শিশুদের ভালোবাসতেন আইয়ুব বাচ্চু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১৩ এএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার
জনপ্রিয় ব্যান্ড এলআরবি’র ড্রামার গোলাম উর রহমান রোমেল বলেছেন, বস এতিম শিশুদের ভালোবাসতেন। তাই তার জন্মদিনে এতিম শিশুদের খাওয়ানো হয়েছে।
শুক্রবার সকালে চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও লালদিঘীর শাহ আমানত মাজারে এতিম শিশুদের খাওয়ানোর পর এসব কথা বলেন তিনি।
গোলাম উর রহমান রোমেল বলেন, বসকে ছাড়া এবারই প্রথম তার জন্মদিন পালন করছি। জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন করা হয়নি। তবে কবর জিয়ারত ও মিলাদ মাহফিলে বসের অসংখ্য ভক্ত উপস্থিত ছিলো।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ২০১৮ সালের ১৮ অক্টোবর রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। জন্মস্থান চট্টগ্রামেই তাকে দাফন করা হয়েছে।
ছোটবেলা থেকেই গিটারের প্রেমে পড়েন আইয়ুব বাচ্চু। কলেজে জীবনে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ‘গোল্ডেন বয়েজ’ ব্যান্ড, পরে নাম পাল্টে রাখা হয় ‘আগলি বয়েজ’। বিয়েবাড়ি, জন্মদিনসহ ছোটখাটো অনুষ্ঠানে গান করতেন তারা। এরপর ব্যান্ডের সদস্যরা ছড়িয়ে পড়েন। আইয়ুব বাচ্চু যোগ দেন ব্যান্ড ‘ফিলিংস’-এ। ১৯৮০ সালে তিনি যোগ দেন ‘সোলস’ ব্যান্ডে। এ ব্যান্ডের লিডগিটার বাজানোর দায়িত্বে ছিলেন টানা ১০ বছর। ১৯৯১ সালের ৫ এপ্রিল গড়ে তোলেন নতুন ব্যান্ড ‘এলআরবি’।
সংগীতের আঙিনায় আইয়ুব বাচ্চু একাধারে গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং গায়ক হিসেবে জনপ্রিয়। দেশের ব্যান্ড সংগীতকে এগিয়ে নিতে অনবদ্য ভূমিকা পালন করেছিলেন আইয়ুব বাচ্চু ও এলআরবি। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান, ক্যারিয়ারেও পেয়েছেন আকাশছোঁয়া সফলতা।
আইয়ুব বাচ্চুর গাওয়া সেই তুমি কেন অচেনা হলে, রূপালি গিটার, কষ্ট পেতে ভালবাসি, ফেরারি মন, এখন অনেক রাত, ঘুমন্ত শহরে, বার মাস, হাসতে দেখ, এক আকাশের তারা, উড়াল দেব আকাশেসহ অসংখ্য গান এখনো ভক্তদের মনে গেঁথে আছে।