ভারতের স্বাধীনতা দিবসকে কালোদিবস পালন করছে পাকিস্তান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩২ এএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার
চিরশত্রু ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসকে কালোদিবস হিসেবে পালন করছে পাকিস্তান। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
ভারতের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। এর অংশ হিসেবে ভারতের সঙ্গে কূটনতিক সম্পর্ক কমিয়ে দিয়েছে পাকিস্তান। এছাড়া, প্রতিবেশী দেশটির সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক যোগাযোগসহ সব ধরনের লেনদেন স্থগিত করেছে পাক সরকার।
কালো দিবস উপলক্ষে পাকিস্তানি পতাকা অর্ধনমিত রয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাকিস্তান তার নিজের স্বাধীনতা দিবস উদযাপনের সময় কাশ্মীরি জনগণের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।
অন্যদিকে, আজ ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের সময় ভারতের প্রধানমন্ত্রী কাশ্মীরকে ভারতের সঙ্গে একীভূত করার পক্ষে সাফাই গেয়েছেন। তবে, কাশ্মীরকে ভারতের অংশ ঘোষণা করার ১০ দিন পরও সেখানে টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।
এর পাশাপাশি সেখানে হাজার হাজার ভারতীয় সেনা জোরপূর্বক কারফিউ কার্যকর করছে। এরপরও সেখানে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। খোদ ভারতের বিরোধী রাজনীতিকরা নরেন্দ্র মোদি সরকারের পদক্ষেপকে ভালো চোখে দেখছেন না।