বিমানবন্দরে গ্রেফতার হলেন কাশ্মীরি নেতা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার
ভারত নিয়ন্ত্রীত জম্মু-কাশ্মীরের অন্যতম শীর্ষস্থানীয় নেতা শাহ ফয়সালকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।
বুধবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। জম্মু-কাশ্মীর পিউপিলস মুভমেন্টের নেতা শাহ ফয়সাল স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় ইস্তানবুলগামী বিমানে উঠতে বিমানবন্দরে যান। ওই সময়ে অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
পরে দিল্লি পুলিশ তাকে শ্রীনগরগামী একটি ফ্লাইটে তুলে দেয়। ওই বিমানটি শ্রীনগরে অবতরনের পর শাহ ফয়সালকে জননিরাপত্তা আইনে গ্রেফতার করে জম্মু পুলিশ।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে জননিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারেন এমন আশঙ্কাতেই শাহ ফয়সালকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। ওই সূত্রটি বলেছে, এই ধরণের রাজনৈতিক নেতারা বাইরে গিয়ে উপত্যকায় সমস্যা তৈরি করতে পারে বলে প্রচুর নজির রয়েছে।
সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ সহ প্রায় পাঁচ শতাধিক নেতাকে গ্রেফতার করে কারাবন্দি করে রেখেছে ভারত সরকার। শাহ ফয়সালকে আটকের মধ্য দিয়ে কাশ্মীরের পরিচিত প্রায় সব রাজনৈতিক নেতাকে বন্দি করলো তারা।
ভারতের প্রশাসনিক সার্ভিস (আইএএস) পরীক্ষায় শীর্ষ ফলাফল করা কাশ্মীরি শাহ ফয়সাল সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে নতুন রাজনৈতিক দল জম্মু-কাশ্মীর পিউপিলস মুভমেন্ট গড়েছেন।
গত ৫ আগস্ট ভারত সরকারের কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের ঘোষণার পর উপত্যকা ছেড়ে দিল্লি চলে আসেন তিনি। তারপর থেকেই তিনি ভারত সরকারের কাশ্মীর নীতির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
১০ আগস্ট ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের সিদ্ধান্তকে সামগ্রিক ইতিহাসের বিপর্যয়কর মোড় বলে অভিহিত করেন। এরপরে বেশ কয়েকটি সাক্ষাৎকারে তিনি বলেন, এখন কাশ্মিরিদের সামনে প্রতিরোধ ছাড়া অন্য কোনও পথ নেই।
এই মন্তব্যের পরই ভারত সরকার তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিলো।