বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুই কোরিয়ার শান্তি আলোচনা বাতিল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৭ এএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের শান্তি আলোচনা বাতিল করেছে উত্তর কোরিয়া। গত বৃহস্পতিবার এক ভাষণে ২০৪৫ সালের মধ্যে দুই কোরিয়াকে ফের একত্রিত করে ‘কোরিয়ান পেনিনসুলা’ গড়ার প্রতিজ্ঞা করেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জা-ইন। এ বক্তব্যের প্রেক্ষিতে তাদের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে প্রশ্ন তুলেছে উত্তর কোরিয়া।

শুক্রবার এক বিবৃতিতে পিয়ংইয়ং জানিয়েছে, দক্ষিণ কোরিয়া একদিকে যৌথ সামরিক মহড়া চালাবে, অন্যদিকে শান্তিপূর্ণ অর্থনীতি ও সরকার গঠনের কথা বলবে, এটা হতে পারে না। 

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুক্রবার আরও দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। 

 

দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়া নিয়ে এর আগেও কড়া আপত্তি জানিয়েছিল পিয়ংইয়ং। এটিকে সরাসরি যুদ্ধের প্রস্ততি বলে দাবি করেছে তারা।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দ্বিখণ্ডিত হয়ে দু’টি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।