পরমাণু বোমা ব্যবহারের পলিসি পরিবর্তনের ইঙ্গিত ভারতীয় মন্ত্রীর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার
পারমাণবিক বোমার ব্যবহারের পলিসি পরিবর্তনের ইঙ্গিত দিযেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার এক টুইট বার্তায় তিনি এমনই ইঙ্গিত দিলেন।
ভারতের অনলাইন পোর্টাল ইন্ডিয়ার্যাগ-এর খবর, পারমাণবিক অস্ত্র নিয়ে ভারতের প্রথম নীতি হলো ‘No First use’ – “প্রথম ব্যবহার নয়”, অর্থাৎ ভারত কারও বিরুদ্ধে প্রথমে পারমাণবিক বোমা ব্যবহার করবে না। যদি কোন দেশ ভারতে পারমাণবিক আক্রমণ করে, তবে ভারত পারমাণবিক আক্রমণে পাল্টা জবাব দেবে।
কিন্তু কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই নীতির পরিবর্তন হওয়ার একটা বড়ো ইঙ্গিত দিলেন রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত এখনও 'No First use' নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাসী। তবে ভারতের পারমাণবিক অস্ত্র নীতি একই থাকবে বা পরিবর্তিত হবে, তার সিদ্ধান্ত এখন পরিস্থিতির উপর ভিত্তি করে হবে।