এবার পাকিস্তানে ভারতীয় বিজ্ঞাপন সম্প্রচার নিষিদ্ধ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩৮ এএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার
এবার পাকিস্তানে নিষিদ্ধ হল ভারতীয় বিজ্ঞাপন সম্প্রচার। দেশটির টেলিভিশনে কোনো ভারতীয় বিজ্ঞাপন দেখানো যাবে না বলে নির্দেশিকা জারি করেছে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (PEMRA)।
বুধবার PEMRA'র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'টিভি পর্দায় ভারতীয়দের উপস্থিতি পাকিস্তানীদের যন্ত্রণা আরও বাড়িয়ে তোলে।' ২০০২ সালের অধ্যাদেশের ২৭(এ) ধারা অনুসারে ভারতীয় বিজ্ঞানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে PEMRA। এর আওতায় বেশ কিছু বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনও নিষিদ্ধ করা হয়েছে।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে এর আগে পাকিস্তানে ভারতীয় সিনেমা নিষিদ্ধ হয়েছে। সেই সঙ্গে ভারতীয় শিল্পীদের সে দেশে গিয়ে অনুষ্ঠান করার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।