মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছুটি শেষে ফেরার চাপ বেড়েছে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৫ এএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার

ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার তোড়জোড় শুরু হয়েছে কর্মজীবীদের। ঈদের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিন মানুষের ফেরার সংখ্যা অল্প থাকলেও শুক্রবার ও শনিবার ব্যস্ততম ইটপাথরের নগরীতে জনস্রোত লক্ষ্য করা গেছে। 

শনিবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও সায়দাবাদ, গাবতলী এবং মহাখালী বাসস্ট্যান্ডে ঈদের ফিরতি যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

প্রতিটি বাস ও ট্রেনের সবগুলো আসনই দখলে ছিল যাত্রীদের। যাত্রীর চাপে কিছু ট্রেনের শিডিউল ওলট-পালট হতে দেখা যায়। তবে ঢাকামুখী বাসগুলোতে সে দুর্ভোগ ছিল না।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকায় ফেরার চাপ শুরু হয়ে গেছে। মঙ্গল ও বুধবার যারাই অফিস করেছেন, তারা আগেভাগে চলে এসেছেন। বৃহস্পতিবার ঢাকা ফেরা যাত্রীর চাপ অনেক বেড়েছে। আজ ঢাকায় ফেরা মানুষের চাপ অনেক বেশি। 

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার আমিনুল হক বলেন, গতকাল যেমন ঢাকা ফেরা মানুষের স্রোত ছিলো। শনিবারও চাপ আছে। 

পাবনা থেকে ঈদের ছুটি কাটিয়ে রাজধানী আসা একটি বেসরকারি কর্মকর্তা ইয়াসমিন আরা বলেন, স্বজনদের সঙ্গে ঈদ করতে যাওয়া আনন্দের। কিন্তু সেই ক’টা দিন যেন চোখের পলকে চলে যায়।

 

তিনি বলেন, ঈদে ভোগান্তি উপেক্ষা করে বাড়ি যাওয়া যেমন আনন্দের ঠিক তার বিপরীতে নাড়ির টান ভুলে আবার কর্মস্থলে ফেরাটাও বেদনার। কিন্তু জীবনের বাস্তবতার টানে সেই মায়া কাটিয়ে ফিরতেই হয়।

রাজশাহী থেকে আসা রবিউল ইসলাম বলেন, রোজার ঈদে ছুটি পাইনি। তাই এ ঈদে বাড়ি যাওয়ার আলাদা একটা আনন্দ ছিল। রোববার থেকে অফিস খোলা। তাই আজই চলে আসলাম। বাবা-মা এখনো বাড়ি রয়ে গেছে। 

পথের ভোগান্তি কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, যাওয়ার সময়ের মতো ছিল না। যাওয়ার সময় বাসের জন্য ৮ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু আসার সময় সেই দুর্ভোগ আর পোহাতে হয়নি। এছাড়াও পথে জ্যাম ছিল না সে রকম।