নারায়ণগঞ্জ-১ আসনে এলাকার উন্নয়নই ‘ভোটের মাঠে’ কথা বলবে
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
এই এলাকাতে যা যা উন্নয়ন হয়েছে সেগুলোই কথা বলবে এবারের নির্বাচনে। আমরা যারা এ এলাকায় বাস করি, সেসব উন্নয়ন আমাদের জীবনকে কতটা উন্নত করেছে। এমন প্রতিক্রিয়া নারায়ণগঞ্জ-১ আসনের ভোটারদের। এদিকে, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) তার গণসংযোগে বলছেন, ‘রূপগঞ্জ বাসীর কোনো চাওয়া-পাওয়া আমি অপূরণ রাখিনি।
উন্নয়নে আমি আসার সাধ্যমতো চেষ্টা করেছি। এছাড়া আরও অনেক কাজ চলমান রয়েছে। গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাট, শিক্ষা সব কিছুর উন্নয়ন রূপগঞ্জে হয়েছে। আমাকে এবার আবারও সুযোগ দিন আমি আপনাদের বাকি চাওয়াগুলো পূরণ করব। এ জন্য আগামী ৩০ তারিখ নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তবেই উন্নয়ন আরও বেগবান হবে।’ ভোটাররা বলছেন, ‘গাজী সাহেবের কথায় আমাদের আস্থা আছে, কারণ এই এলাকার জন্য তিনি আগে যেসব উন্নয়ন করেছেন তার প্রত্যক্ষ সুফল পাচ্ছি আমরা।’ ‘আগামীতে তিনি ক্ষমতায় এলে রূপগঞ্জের আরও উন্নয়ন হবে বলেই আমাদের ভোট যাবে নৌকায়’ বলছেন স্থানীয়রা। তারা বলছেন, ১০ বছর আগের রূপগঞ্জ আর বর্তমান রূপগঞ্জের মাঝে তফাৎ অনেক। তাই এবারের নির্বাচনে এলাকার উন্নয়নই ভোটের মাঠে কথা বলবে, অন্য কিছু নয়।
এদিকে এলাকার তরুণ ভোটারদের কাছে উন্নয়নের পাশাপাশি প্রাধান্য পাচ্ছে হানাহানি মুক্ত নির্বাচনী পরিবেশ। গোলাম দস্তগীর গাজী জানালেন তিনি। একইসঙ্গে বলেন, ‘পানি পাইছি, গ্যাস পাইছি, বিদ্যুৎ পাইছি।’ ‘কয়েক বছর আগেও পানি নিয়ে কত কষ্ট করছি। খাইতে পানি পাই নাই, দিনের পর দিন গোসল না কইরা থাকছি, অনেক দূর থিকা কলসি দিয়া পানি আনতে হইত। আর এখন আমরা বিশুদ্ধ পানি পাইতেছি-পানির কোনো কষ্ট নাই-আমাদের এসব সমাধানতো গাজী সাহেবই করছে, তাইলে তারে ভোট দিমু নাতো, কারে দিমু। আর কাউরে তো চিনিই না’ বলেন আমেনা বেগম। পাশে থাকা ফাতেমা বেগম যোগ করেন, ‘আগে বাড়ি থেইক্যা বাইর হইলে কাদা-পানি পাড়াইতে হইত, কিন্তু এখন বাড়ির সামনে রাস্তায় গাড়ি (স্থানীয় রিকশা) দিয়া ঘরের দরজায় যাইতে পারি।’নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, ‘আওয়ামী লীগ শক্তিশালী একটি দল। গোলাম দস্তগীর গাজীকে দেশনেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ অবশ্যই নৌকাকে ভোট দেবে। আমরা অবশ্যই নৌকার বিজয় নিয়ে ঘরে যাব।’