`তাইওয়ানকে জঙ্গিবিমান দিলে সব পরিণতির জন্য যুক্তরাষ্ট্র দায়ী`
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০১ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ানের কাছে ৮০০ কোটি ডলারের এফ-১৬ জঙ্গিবিমান বিক্রি করলে তার সমস্ত পরিণতির জন্য আমেরিকাকে দায়ী থাকতে হবে। তাইওয়ানের কাছে এ ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করাকে চীন বিতর্কিত সিদ্ধান্ত বলে মনে করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের কাছনের কাম্প তাইওোনাার্কি থাকতে হতে ৮০০ কোটি ডলার মূল্যের এফ-১৬ বিমান বিক্রির পরিকল্পনা অনুমোদন করেছেন। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, মার্কিন এই পদক্ষেপ এক চীন নীতির মারাত্মক লঙ্ঘন। চীনের এই স্পর্শকাতর বিষয়টি ওয়াশিংটনের অনুধাবন করা উচিত। আমেরিকা যদি বিষয়টি এভাবে না দেখে তাহলে চীন অবশ্যই শক্ত প্রতিক্রিয়া দেখাবে।
তাইওয়ানকে চীন নিজের অংশ মনে করে এবং ভূখণ্ডটির ওপর সার্বভৌমত্ব দাবি করে। শুধু তাই নয়, বিশ্বের বেশিরভাগ দেশই এক চীন নীতির আওতায় তাইওয়ানকে চীনের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। এজন্য তাইওয়ানের সঙ্গে আমেরিকার সামরিক সম্পর্ক নিয়ে চীন বার বার ওয়াশিংটনকে সতর্ক করেছে।