সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতের জনসংখ্যা বাড়ার জন্য মুসলিমদের দায়ী করলো শিবসেনা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৯ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার

স্বাধীনতা দিবসের ভাষণে জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়ার আবেদন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের মাথায় গোটা ঘটনা এক সাম্প্রদায়িক মোড় নিল দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সহযোগী রাজনৈতিক দল শিবসেনার সৌজন্যে। ‘জনবিস্ফোরণ আটকাতে জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব মুসলিম সম্প্রদায় বোঝেই না’, এই ভাষাতেই দলীয় মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে এমন মন্তব্য করেছে উদ্ধব ঠাকরের দল।

নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘পরিবার পরিকল্পনা করাই প্রকৃত অর্থে দেশপ্রেম।’ সেই সম্পর্কে সম্পাদকীয়তে লেখা হয়, ‘গোড়া মুসলমানরা জনবিস্ফোরণ নিয়ে চিন্তিত নয়। ‘হাম দো হামারে পচ্চিশ (আমরা দুই জন, আমাদের সন্তান ২৫ জন)’ এই ভাবনা থেকে বেরিয়ে আসতে পারছে না তারা।’ 

স্বাধীনতা দিবসে নিজের ৯২ মিনিটের ভাষণ চলাকালীন মোদীকে বলতে শোনা যায়, সমাজে এক প্রকারের মানুষ রয়েছেন যারা একটি শিশুকে পৃথিবীর আলো দেখানোর আগে ভাবেন। তারা ওই শিশুটির সঙ্গে ন্যায় করতে পারবেন কিনা, শিশুটির যা যা প্রয়োজন সবকিছুর জোগান দিতে পারবেন কিনা। তারা সম্মানের যোগ্য। তারা যেটা করছেন সেটাই দেশভক্তির আসল কাজ। তাদের থেকে আমাদের শেখা উচিত।