মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫   চৈত্র ২৪ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৬

নৌকা মার্কা বিপুল ভোটে জয় লাভ করবে-বাবুর স্ত্রী ইভা 

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

একাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কা বিপুল ভোটে জয় লাভ করবে বলে আশাবাদী। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বর্তমান সাংসদ ও আওয়ামীলীগের প্রার্থী নজরুল ইসলাম বাবুর স্ত্রী ডা. সায়মা আফরোজ ইভা এ মন্তব্য করেন। বুধবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী আড়াইহাজার উপজেলার খাগকান্দা, ব্রাহ্মন্দী, হাইজাদী, সাতগ্রাম, বিশনন্দী, ফতেপুর, দুপ্তারা, কালাপাহাড়িয়া, উচিৎপুরা, মাহমুদপুর, গোপালদী ও আড়াইহাজার পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী সভা করেন তিনি। এ সময় ভোটাদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। 

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশে যেমন জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই, তেমনি এই আসনেও এমপি নজরুল ইসলাম বাবুর বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারের গত দুই মেয়াদে উপজেলায় নারীদের জন্য রেকর্ড পরিমাণ কাজ করা হয়েছে। ৯ কোটি টাকা ব্যয়ে বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। মহিলা কর্মচারীদের জন্য আবাসিক ডরমিটরি নির্মাণ করা হয়েছে। 

সেলাই প্রশিক্ষণসহ এক হাজার নারীকে সেলাই মেশিন প্রদান, ব্লক- বাটিক, কম্পিউটার, মৎস্য, কৃষি, গবাদি পশু পালনসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে এ এলাকার নারীদের সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে। এ ছাড়া আরও অনেক উন্নয়নের কথা কুলে ধরে তিনি আগামী নির্বাচনে নজরুল ইসলাম বাবুকে বিজয়ী করার আহ্বান জানান। প্রচারণা কালে সায়মা আফরোজ ইভার সঙ্গে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহিদা মোশারফ, নারী নেত্রী লুৎফুন্নাহার, শাহিনা বেগম প্রমুখ।