জম্মু ও কাশ্মীর ইস্যুতে ভারতের পদক্ষেপের প্রশংসা ভুটানের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৩ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
জম্মু ও কাশ্মীর ইস্যুতে ভারত যে পদক্ষেপ নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছে প্রতিবেশী দেশ ভুটান। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলকে তারা সাহসী ও সময়পোযোগী পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে। ভুটানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুচিরা কাম্বোজের উদ্ধৃতি দিয়ে সংবাদসংস্থা এএনআই ১৬ আগস্ট এ খবর প্রকাশ করে।
এ গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত সরকার। বিরোধী রাজনৈতিক দল এ পদক্ষেপকে 'অসাংবিধানিক' আখ্যা দিলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এতে তার পুরোপুরি আস্থা আছে। তিনি এক দেশ ও এক সংবিধান চান।
রুচিরা কাম্বোজ বলেন, ভুটান কাশ্মীর ইস্যুতে ভারতের পুরো পুরোপুরি সমর্থন দিয়েছে। তাছাড়া তারা এটিকে ভারতের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার বলে আখ্যা দিয়েছে। এ পদক্ষেপ জম্মু ও কাশ্মীরের আর্থ-সামাজিক উন্নয়ন ও শান্তি ও সমৃদ্ধিও বয়ে আনবে বলে বিশ্বাস করে ভুটান।