শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

সাড়ে চার হাজার কোটি বছর আগের ক্ষত নিয়েই ঘুরছে বৃহস্পতি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৭ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার

সাড়ে চার হাজার কোটি বছর আগে বৃহস্পতি গ্রহের সঙ্গে ধাক্কা লেগেছিল একটি প্রচণ্ড পাথুরে ও ভারি গ্রহের। ফলে ক্ষত সৃষ্টি হয়েছিল গ্রহের গায়ে। এতগুলো বছর কেটে যাওয়ার পর এখনও শুকোয়নি সেই ঘা।

সম্প্রতি গবেষকদের দাবি, সেই পুরনো ক্ষত বুকে নিয়েই নিজের কক্ষপথে ঘুরছে বৃহস্পতি। বিজ্ঞানীদের আরও দাবি, ক্ষত মুছে যেতে আরও কয়েক হাজার বছর লেগে যেতে পারে। 

রাইস ইউনিভার্সিটি এবং চীনের সান ইয়াত-সন ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, শুরুতে বৃহস্পতিও একটি পাথুরে, বরফে ঢাকা গ্রহ ছিল। যা পরে সূর্যের তাপে উষ্ণতা ফিরে পায়। বরফ গলে তার। চারপাশে তৈরি হয় ঘন বায়ুমণ্ডলের আস্তরণ।