মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪   কার্তিক ২১ ১৪৩১   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

`ঢাকাইয়া গাল্লি বয়’ রানা বিশ্বজুড়ে ভাইরাল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩০ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার

'ঢাকাইয়া গাল্লি বয়’ রানা এখন সামাজিকমাধ্যমের মাধ্যমে বিশ্বজুড়ে ভাইরাল। তার গাওয়া 'আমি গল্লির পোলা, আমার নাম হইলো রানা/শহরের অলিগলির গল্প আমার জানা/জীবনের কঙ্কালটা কাছ থেইক্যা দেখি/কিছু কিছু প্রশ্ন আছে মনের মধ্যে রাখি/আমার অনেক ইচ্ছা ছিল ইস্কুলে যামু/তিনবেলা পেট ভইরা ভাত মাছ খামু' সবার মুখে মুখে। প্রবাসে বাংলাদেশিরা তার গানের ভূয়সী প্রসংশা করেছেন। বিদেশের বিভিন্ন পত্রিকা সংবাদ প্রকাশ করেছে রানাকে নিয়ে। 

রানার বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরে। অনেক স্বপ্ন তার কখনো সে চিকিৎসক কখনো হতে চায় সেনা সদস্য। গানটাও চালিয়ে যেতে পায়। গানে সেভাবে প্রশিক্ষণ না নিলেও তার সারল্য ও গাওয়ার ধরনে মজেছেন অনেকে।

রানা বলেন, অনেকেই আমাকে দেইখা এখন ডাকে, একসঙ্গে সেলফি তোলে। আমার কাছে গান শুনতে চায়। আমি গান করতে চাই। কিন্তু আমি পড়াশোনাও করতে চাই। আমি ডাক্তার হব। না আর্মি হব। গানও গাইব।