চলচ্চিত্রকার জহির রায়হানের জন্মদিন আজ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৯ আগস্ট ২০১৯ সোমবার
আজ ১৯ আগস্ট, বরেণ্য চলচ্চিত্র নির্মাতা ও শক্তিমান কথাসাহিত্যিক জহির রায়হানের জন্মদিন। ১৯৩৫ সালের এইদিনে তিনি ফেনীর সোনাগাজী উপজেলার মজুপুরে জন্মগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্পন্ন করা জহির রায়হান অল্প বয়সেই কমিউনিস্ট রাজনীতিতে জড়িয়ে পড়েন। তখন পার্টি নিষিদ্ধ থাকায় তিনি বার্তাবাহকের কাজ করতেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম যে ১০ জনের দলটি ১৪৪ ধারা ভেঙেছিল, জহির রায়হান তাদেরই একজন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সঙ্গেও জড়িত ছিলেন সরাসরি। এ সময় তিনি ক্যামেরা হাতে সক্রিয় ছিলেন বিভিন্ন কর্মসূচিতে।
ছাত্রজীবন থেকেই লেখালেখির শুরু জহির রায়হানের। চলচ্চিত্রেও তার আগ্রহ সে সময় থেকেই। ১৯৫৭ সালে সহকারী হিসেবে প্রথম কাজ করেন পাকিস্তানি চিত্রপরিচালক জারদারির সঙ্গে। তার প্রথম ছবি উর্দু ভাষার ‘জাগো হুয়া সাবেরা’। ১৯৬১ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনও আসেনি’ মুক্তি পায়। ১৯৬৪ সালে পাকিস্তানের প্রথম রঙিন ছবি সঙ্গম নির্মাণ করেন তিনি। ১৯৬৫ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমাস্কোপ ছবি 'বাহানা'। ১৯৭১ সালে জহির রায়হান নির্মাণ করেন কালোত্তীর্ণ প্রামাণ্যচিত্র 'স্টপ জেনোসাইড'। তার অন্যান্য ছবি- সোনার কাজল, কাঁচের দেয়াল, আনোয়ারা, বেহুলা, জ্বলতে সুরুজ নিচে এবং জীবন থেকে নেয়া। নির্মাণ শেষ করতে পারেননি লেট দেয়ার বি লাইট-এর কাজ।
জহির রায়হানের প্রকাশিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে- শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী এবং আর কত দিন। শিল্প-সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নিগার চলচ্চিত্র পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমির মরণোত্তর সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এই ক্ষণজন্মা মহাপুরুষ।
১৯৬১ সালে তিনি চলচ্চিত্র অভিনেত্রী সুমিতা দেবীকে বিয়ে করেন। ১৯৬৮ সালে অপর চলচ্চিত্র অভিনেত্রী সুচন্দাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি অগ্রজ সাংবাদিক শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সন্ধানে বেরিয়ে নিখোঁজ হন জহির রায়হান। ধারণা করা হয়ে থাকে, মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি হানাদারদের দখলে থাকা মিরপুরে শহীদ হন তিনি। তবে তার মরদেহটি পাওয়া যায়নি।
আজ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে জহির রায়হানের জন্মদিবসটি উদযাপন করছে। দৈনিক এইদিনের পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন।